ডেঙ্গু-করোনা রোধে মাউশির নতুন নির্দেশনা

টাইমস রিপোর্ট
1 Min Read

সারা দেশে করোনার নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি ও ডেঙ্গু পরিস্থিতির অবনতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বোববার এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা এবং করোনা প্রতিরোধে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচটি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো: ১. অন্তত ২০ সেকেন্ড ধরে বারবার সাবান দিয়ে হাত ধোয়া। ২. নাক-মুখ ঢেকে মাস্ক পরা। ৩. আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

৪. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা। ৫. হাঁচি-কাশির সময় টিস্যু, রুমাল বা বাহু দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *