ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্ধারিত শেষ দিনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন প্রার্থী। সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহের সময় একদিন বাড়ালে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেন ৯৩ জন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৬৫৮ জন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন মঙ্গবার দুপুরে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ১৮ টি হলে বিভিন্ন পদে এক হাজার ২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবারের হিসাব এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি।
নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাড়িতে সুবিধা দেওয়ার প্রশ্নে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ‘১২ আগস্ট থেকে এখন পর্যন্ত যারা মনোনয়ন সংগ্রহ করেছেন, তারা কোনো দলীয় ব্যানারে মনোনয়ন সংগ্রহ করেননি। শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীর পরিচয় ছাড়া অন্য কেই ডাকসু নির্বাচনের মনোনয়ন নেননি।’
জানা গেছে, বুধবার ২০ আগস্ট পর্যন্ত নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। ২৬ আগস্ট প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে হতে যাচ্ছে ডাকসু নির্বাচন।
২৯ জুলাই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সবশেষ ২০১৯-২০ সেশন থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসুর প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সবশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।