ট্রায়াল রুমে গোপন ক্যামেরা, সাক্ষী ইরফান সাজ্জাদ

টাইমস রিপোর্ট
1 Min Read
ইফরান সাজ্জাদ। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় এক কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীতে অবস্থিত একটি শোরুমে। পরবর্তীতে বিষয়টি জানাতে ইরফান সাজ্জাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন।

সেখানে তিনি লিখেন, “খুব জঘন্য একটা ঘটনার সাক্ষী হলাম আজ। ওই শো-রুমের ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আমার পরিচিত এক মেয়ে সেখানে পোশাক পরীক্ষা করতে গিয়ে ক্যামেরা টের পায়। সাহসিকতার সঙ্গে বিষয়টি দোকানদারকে জানালে তারা উল্টো আমাদের আটকে ফেলতে চায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে কর্মচারীরা পালিয়ে যায়।”

অভিনেতা আরও জানান, পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত দোকানকর্মীর মোবাইল ফোন থেকে বিপুল পরিমাণ ভিডিও উদ্ধার করে। সতর্ক করে তিনি আরও লেখেন, “লোকটি ভদ্রবেশী, দাড়িওয়ালা একজন। চারপাশে এ ধরনের নরপিশাচ ঘুরে বেড়াচ্ছে, তাই সবাইকে সাবধান থাকতে হবে।”

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *