টরেন্টোতে ‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’

টাইমস রিপোর্ট
1 Min Read

কানাডার টরেন্টো মাল্টি-কালচারাল ফিল্ম ফেস্টিভাল প্যানারোমা সেকশনে দেখানো হবে ‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’। গেল ২৪ আগস্ট শুরু হওয়া এ উৎসব চলবে ২৯ আগস্ট পর্যন্ত। রাজীব রাফির পরিচালিত চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিযার হয় ক্লেমোঁ-ফেরঁ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। কানের পর ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসবে ছবটি নির্বাচিত হয়েছিলো প্রতিযোগিতা বিভাগে। ফ্রান্সের পর ছবিটি দেখানো হয় ইতালির সেনজিও ভিরোনা ফেস্টিভালে প্রতিযোগিতা বিভাগে।

‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’ হল অদ্ভুত এবং ভয়ঙ্করের মধ্যে এক জাদু বাস্তবতাময় যাত্রা।

পুরো ছবিটি একটি ড্রোন ব্যবহার করে শুটিং করা হয়েছে, এটিকে শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল এবং একটি নন- হিউম্যান দৃষ্টিভঙ্গি দিয়েছে যা ফিল্মের গভীরতা এবং সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। একই সাথে এই কল্পকাহিনীটি বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি উয়ারী-বটেশ্বরের অদেখা জনপদ ও মানুষের গল্প বলেছে। পরিচালনার পাশাপাশি ছবির গল্পও লিখেছেন রাজীব রাফি। খনা টকিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজনা করেছেন আশিক মোস্তফা। সহপ্রযোজক আদনান আহমেদ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ নিলয়, শৈলেন পল, সাবিকুন্নাহার কাঁকন, শ্যামল শিশির, তোতো তীমথিয়, দীপঙ্কর দীপ, এমডি জনি এবং নাজিম উদ্দিন।

‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’ রাজীব রাফির প্রথম স্বল্পদৈর্ঘ্য এই ছবিটি শুট করা হয়েছে আদি উয়ারী বটেশ্বর এরিয়াতে। যা বর্তমান সময়ে নরসিংদীতে অবস্থিত।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *