হলিউড সুপারস্টার টম ক্রুজ তিন বছর পর আবারও কান চলচ্চিত্র উৎসবে ফিরলেন। হলিউডের দুনিয়া মাতানো ফ্র্যাঞ্চাইজ ‘মিশন: ইমপসিবল’-এর অষ্টম কিস্তি নিয়ে এবারের আসরে হাজির হলেন তিনি। কানসৈকতে তার পা পড়তেই জমে উঠলো উৎসব।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতার বাইরে নির্বাচিত হয়েছে ছবিটি।
কানে প্রদর্শনী উপলক্ষে লালগালিচায় হাজির হন টম ক্রুজ। তখন তার সম্মানে ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজের থিম মিউজিক সরাসরি পরিবেশন করেন বাদ্যযন্ত্রশিল্পীরা। ধারণা করা হচ্ছে, এটাই ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজে টম ক্রুজের শেষ কাজ। তাই আয়োজকরা তার উপস্থিতি উদযাপন করলেন বিশেষভাবে। থিম মিউজিকটি সরাসরি উপভোগ করে টম ক্রুজ বলছিলেন, ‘ওয়াও’, ‘ব্র্যাভো’।

‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ নির্মাণে খরচ হয়েছে ৪০ কোটি ডলার (৪ হাজার ৮৬৫ কোটি ৩০ লাখ টাকা)। এটি পরিচালনা করেছেন আমেরিকান নির্মাতা ক্রিস্টোফার ম্যাককোয়ারি। তার সঙ্গে মিলে ছবিটি প্রযোজনা করেছেন টম ক্রুজ। লালগালিচায় তাদের সঙ্গী ছিলেন আমেরিকান অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল, অ্যাঞ্জেলা ব্যাসেট, আমেরিকান অভিনেতা গ্রেগ টারজান ডেভিস, এসাই মোরালেস, ব্রিটিশ অভিনেতা সায়মন পেগ, ব্রিটিশ অভিনেত্রী হানা ওয়াডিংহাম, ফরাসি অভিনেত্রী পম ক্লেমেন্টিয়েফ। ৫৬ বছর বয়সী ক্রিস্টোফার ম্যাককোয়ারির মোবাইল ফোনে তারা কয়েকটি সেলফি তুলেছেন।

তিন বছর পর কানে টম ক্রুজের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উন্মাদনা ছড়িয়ে পড়ে কানে। বুধবার তাকে একনজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন ভক্তরা। ৬২ বছর বয়সী এই আমেরিকান অভিনেতা লালগালিচায় হেঁটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সিঁড়িতে উঠে সবার প্রতি হাত নেড়ে সাড়া দেন।
২০২২ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিটি নিয়ে দক্ষিণ ফরাসি উপকূলীয় এই শহরে এসেছিলেন টম ক্রুজ। এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে তিনি লালগালিচায় আসার পর আকাশে ওড়ানো হয় কয়েকটি যুদ্ধবিমান। এছাড়া আয়োজকরা তাকে সম্মানসূচক স্বর্ণপামে ভূষিত করে।

কান উৎসবে এ নিয়ে তৃতীয়বারের মতো অংশ নিলেন টম ক্রুজ। ১৯৯২ সালে প্রতিযোগিতার বাইরে তার অভিনীত ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
১৯৯৬ সালে মুক্তি পায় প্রথম ‘মিশন: ইমপসিবল’। সেই থেকে প্রায় তিন দশক ধরে ইমপসিবল মিশনস ফোর্সের (আইএমএফ) বিশেষ গোয়েন্দা ইথান হান্টের ভূমিকায় দর্শক মাতিয়েছে টম ক্রুজ। ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’-এ আরেকবার এই চরিত্রে দেখা যাবে তাকে। এর চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি ও এরিক জেন্ড্রেসেন। প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় আগামী ২১ মে ফ্রান্সে ও ২৩ মে যুক্তরাষ্ট্রে বড় পর্দায় মুক্তি পাবে ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’।