রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্যকে।
শনিবার (২৬ এপ্রিল) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় বঙ্গবন্ধু বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান, তুরাগ থানার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম মাওলা, যশোর জেলার ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, ঝিকরগাছা পৌর যুবলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, পৌর যুবলীগের সদস্য জাফিরুল হক ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ আজিম (বাচা)।
ডিসি তালেবুর জানান, শনিবার দুপুরে রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে শেখ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। রাতে ডিবি-উত্তরা বিভাগের একটি দল রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হাসানকে গ্রেপ্তার করে। আর ডিবি-মিরপুর বিভাগের একটি টিম রাজধানীর পান্থপথ এলাকা থেকে গোলাম মাওলা, সৈয়দ ইমরানুর রশীদ, আমিরুল ইসলাম (রাজা) ও জাফিরুল হককে গ্রেপ্তার করে। অন্যদিকে, ডিবি-লালবাগ বিভাগের একটি টিম শনিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে মোহাম্মদ আজিমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত বলে জানান ডিসি।