ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে চলে এ বিশেষ অভিযানটি।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন, যার পর থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার রাতেও একই কারণে অভিযান চালানো হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ক্যাম্পের এক ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের ওপর বুনিয়া সোহেল এবং শান্তি গ্রুপের সদস্যরা অতর্কিত হামলা চালায়। ফলে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে দ্রুত সেনাবাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপরই ক্যাম্পে অভিযান শুরু হয়।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতের দিকে অভিযান শুরু হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, এ পর্যন্ত আট জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।