জুলাই যোদ্ধা সজিব সড়ক দুর্ঘটনায় নিহত

টাইমস ন্যাশনাল
1 Min Read
সাইফুল ইসলাম ওরফে সজিব সিকদার। ছবি: সংগৃহীত

বরগুনার জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম ওরফে সজিব সিকদার (২৪) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার সকালে বাগেরহাটের ফকিরহাট নামের এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সজিব বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের দুলাল সিকদারের ছেলে। তিনি বাগেরহাটের ফকিরহাট নামক স্থানে প্রাণ কোম্পানির একটি কারখানায় চাকুরি করতেন।

সোমবার দুর্ঘটনার সময় তার সাথে থাকা সহকর্মী মাহমুদুর রহমানও গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব মৃত্যুবরণ করেন।বামনার নিজ গ্রামে মঙ্গলবার সকাল দশটায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বামনা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান নাজির ধলু জানান, নিহত সজিব ছাত্রদল করতেন। তিনি জুলাই আন্দোলনে বরিশালে অংশ নিতে গিয়ে দুই পায়ে গুলিবিদ্ধ হন। সজিব ক্রিকেট খেলোয়ার হিসেবেও এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন।

সজিব সিকদারের অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেছেন বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *