ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এখন যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করতে পারে ইসি।
বুধবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বৈঠকে অনুমোদন পায় এই রোডম্যাপ।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।’
পাশাপাশি সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে ইসির শুনানিও শেষ হয়েছে বিকালে।
শুনানি শেষে সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘রোডম্যাপ প্রকাশে আর দেরি হবে না—হয়ত আগামীকালই তা প্রকাশ করা সম্ভব হতে পারে।’
আজ বিকেলে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ এ কথা বলেন।
ব্রিফিং করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আমরা ব্রিফিংয়ে আসব। তখন সীমানার শুনানির বিষয়টির পাশাপাশি এ বিষয়টিও (রোডম্যাপ) দেখা যাবে।’
এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে চার নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তা বৈঠক করেন।
চলতি মাসের শুরুতে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, পরবর্তী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে এবং ইসি ইতোমধ্যেই সারা দেশে তার প্রস্তুতি গ্রহণ জোরদার করেছে।