জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ প্রার্থী

টাইমস রিপোর্ট
2 Min Read
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। ছবি: ইউএনবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার জাকসুর নির্বাচন কমিশনের সদস্য সচিব রাশিদুল আলম প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

তিনি জানান, ১৭৯ জন প্রার্থীর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সহসভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য পদগুলোতে কতজন প্রার্থী থাকবেন তা এখনো জানা যায়নি।

কমিশন জানিয়েছে, মোট ৮৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং ছয়জন দুই পদে মনোনয়ন দেওয়ায় তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। সব মিলিয়ে ৯২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

৩৩ বছর পর নির্বাচন

সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বদলে যাওয়া পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার সময় পিছিয়ে দিলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সে বছরের ৩০ ডিসেম্বর নতুন রোডম্যাপ প্রকাশ করে প্রশাসন।

পরবর্তীতে এ বছরের ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলেও নানা ঘটনার পর ৩০ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথমে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩১ জুলাই। কয়েক দফা পেছানোর পর নতুন তারিখ ঠিক করা হয় আগামী ১১ সেপ্টেম্বর।

তফসিল অনুযায়ী, ১৮, ১৯ ও ২১ আগস্ট প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। এরপর যাচাই-বাছাই হয় ২১ থেকে ২৪ আগস্ট এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ২৫ আগস্ট বিকালে। ২৬ আগস্ট মনোনয়নপত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হয়, আর আপিলের শুনানি হয় ২৭ আগস্ট।

বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর শুক্রবার প্রকাশিত হলো প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলেও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিনই সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা শুরু হবে এবং ফলাফল প্রকাশ করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *