ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে পাবনার চাটমোহরে সাইকেল শোভাযাত্রা হয়েছে।
শনিবার সকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সহযোগিতায় এবং ও ‘চলনবিল রক্ষায় আমরা’র আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এ শোখাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে জলবায়ূ পরিবর্তনবিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। অথচ এই বিপর্যয় সৃষ্টি করেছে মূলত ধনী দেশগুলো। তাই তাদের উচিত, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং ঋণের বোঝা থেকে রেহাই দেওয়া।
চলনবিল রক্ষায় ধরার আহ্বায়ক সাংবাদিক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, চলনবিল রক্ষায় ধরার সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলনসহ বিশিষ্ট জনরা।
আন্তর্জাতিক জলবায়ু ন্যায়বিচার দাবির অংশ হিসেবে কানাডায় জি-সেভেন শীর্ষ সম্মেলন, জার্মানিতে ইউএনএফসিসিসি ইন্টারসেশনাল ও স্পেনে জাতিসংঘ উন্নয়ন সম্মেলনের প্রেক্ষাপটে বিশ্বের নানা প্রান্তে এ কর্মসূচি পালিত হয়।