জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর এই ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
তিনি বলেন, ‘আমরা কোনো ষড়যন্ত্রে নেই, এসেছি বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমাদের ওপর পুলিশ যেভাবে হামলা করেছে, তা অন্যায় ও অরাজকতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস, পরীক্ষা বা প্রশাসনিক কার্যক্রম চলবে না।’
অধ্যাপক রইস আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের গায়ে কেউ হাত দিলে তার পরিণতি ভালো হবে না।’
এ সময় অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘আবাসন চাই, বঞ্চনা নয়’, ‘হামলার বিচার চাই’সহ নানা স্লোগান দেন।
অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি-দাওয়ার মধ্যে রয়েছে, ২০২৫-২৬ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু, জবির পূর্ণাঙ্গ প্রস্তাবিত বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন এবং পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা।
এরআগে বৃহস্পতিবার সকালে হেয়ার রোডে, কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের আন্দোলন শুরু করেন জাবির শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে ‘যমুনা’ চত্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হওয়ার পর তারা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে টানা বিক্ষোভ চালিয়ে যান। রাত ১০টার পর সেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বক্তব্য দেওয়ার সময় এক যুবক বোতল ছুঁড়ে মারলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উপদেষ্টা সেখান থেকে সরে গেলেও রাতভর অবস্থান চালিয়ে যান শিক্ষার্থীরা।