চাকরিচ্যুত সেনা সদস্যদের সমাবেশ, লংমার্চের হুমকি

টাইমস রিপোর্ট
1 Min Read
'বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম' ব্যানারে চাকরিচ্যুত সেনা সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ছবি: টাইমস
Highlights
  • চাকরিচ্যুত সেনা সদস্যরা বলছেন, বিচারহীনতা, বৈষম্য ও একতরফা সিদ্ধান্তের শিকার হয়ে তারা বছরের পর বছর মানবেতর জীবন যাপন করছেন। এখনই সময় ন্যায়বিচারের।

চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। ‘বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম-বিসিপি’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি মানা না হলে ঢাকা সেনা নিবাসের ‘জাহাঙ্গীর গেট’ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন।

চাকরিচ্যুত সেনা সদস্যদের মূলদাবির সঙ্গে শনিবার গ্রেপ্তার হওয়া সংগঠনের মুখ্য সমন্বয়ক, বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তির দাবি নতুন করে যুক্ত হয়েছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নাইমুল ইসলামকে আট বছর আগে ‘বড় ধরনের নাশকতার পরিকল্পনা’র অভিযোগে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় এবং বর্তমানে একই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্দোলনকারীদের অন্যান্য দাবি হচ্ছে, চাকরিচ্যুত হওয়ার তারিখ থেকে পুনর্বহাল পর্যন্ত পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাসহ চাকরি ফিরিয়ে দেওয়া, চাকরিতে পুনর্বহাল সম্ভব না হলে বরখাস্ত সদস্যদের সরকারি সুবিধাসহ পূর্ণ পেনশন প্রদান,  বরখাস্ত সদস্যদের চাকরি বিচারব্যবস্থা ও সংবিধানের ৪৫ অনুচ্ছেদ সংশোধন করা ইত্যাদি।

চাকরিচ্যুত সেনা সদস্যরা বলছেন, বিচারহীনতা, বৈষম্য ও একতরফা সিদ্ধান্তের শিকার হয়ে তারা বছরের পর বছর মানবেতর জীবন যাপন করছেন। এখনই সময় ন্যায়বিচারের।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *