চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর দাবি, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে।
বুধবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকায় মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় একটি ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক।
পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা অন্তত ছয়জন যুবকের মধ্যে চারজন বাড়ির ভেতরে ঢুকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নয়টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়। বাড়ির দ্বিতীয় তলার বারান্দার গ্লাসেও গুলির চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ী জাহাঙ্গীরের সঙ্গে কথা হয়েছে। তিনি পরিবারসহ চট্টগ্রাম শহরে থাকেন এবং তার ইটভাটা ও আবাসন প্রতিষ্ঠান রয়েছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, তবে তিনি থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন। আমরা আসামি শনাক্তে কাজ করছি।’
তিনি আরও জানান, ১৫ দিন আগে এক অজ্ঞাত ব্যক্তি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন তিনি বিষয়টি গুরুত্ব দেননি। বুধবারের হামলার পর তিনি ধারণা করছেন, চাঁদাবাজরা টাকা না পাওয়ায় তার বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে।