গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে বাংলাদেশে ‘নীরব মানববন্ধন’

টাইমস রিপোর্ট
1 Min Read

গাজায় সাংবাদিকদের ওপর ধারাবাহিক হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং আগুনের ভেতর থেকেও দায়িত্বপালনরত সহকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ‘নীরব মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশালে অর্ধঘণ্টা ধরে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে নিহত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান, যাতে লেখা ছিল, ‘সাংবাদিকতা অপরাধ নয়’, ‘সাংবাদিকরা লক্ষ্যবস্তু নন’, ‘সাংবাদিক হত্যা বন্ধ করো’, ‘সাংবাদিকতা জরুরি’ এবং ‘গাজার সাংবাদিকদের সঙ্গে সংহতি’। অনুষ্ঠান শেষে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মানববন্ধন শেষ হয়।

সাংবাদিকরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের অন্যান্য প্রধান শহরেও সমমনা কর্মসূচি পালিত হয়, যা জাতীয় সংহতির শক্তিশালী প্রতিচ্ছবি তুলে ধরে।

বাংলাদেশি সাংবাদিকদের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গাজায় সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। সাংবাদিকরা সাধারণ নাগরিক, যারা সংঘাতপূর্ণ এলাকা থেকে সংবাদ পরিবেশনের পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদেরকে কোনোভাবেই হামলার শিকার হতে দেয়া যাবে না।’

প্রতিবাদ কর্মসূচিতে বিশেষভাবে স্মরণ করা হয় ২৫ আগস্ট গাজার খান ইউনিসে এক হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত অন্তত পাঁচ সাংবাদিককে। অংশগ্রহণকারীরা নীরবতা পালন করে নিহত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *