ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়ের করা ১২টি মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এর মধ্যে ৩টি রয়েছে হত্যা মামলা।
বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার্জশিট দেওয়া ৩টি হত্যা মামলার সবগুলোয় শেরপুর জেলার। অন্যান্য ধারার ৯টি মামলার মধ্যে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি, সিরাজগঞ্জ জেলার ২টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার জেরে দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদারকি করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর চার্জশিট জমার সময়কাল, আসামির সংখ্যাসহ মামলার বিস্তারিত তথ্য দেয়নি।