খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে ডুমুরিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুমুরিয়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্টেশনটি থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় ৬ কিলোমিটার।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।