খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপন

টাইমস ন্যাশনাল
1 Min Read
খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছ মধু পূর্ণিমা। ছবি: টাইমস

খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। দিনটি উপলক্ষে শনিবার সকাল থেকে সেখানকার বিহারে বিহারে চলছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। প্রবারণা পূর্ণিমার আগে এবং ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের মাঝামাঝিতে পালন করা হয় মধু পূর্ণিমা।

বৌদ্ধ ধর্মে কথিত আছে, এই পূর্ণিমাতে ভগবান গৌতম বুদ্ধকে মধু দান করেছিলেন। সেই থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই পূর্ণিমাকে মধু পূর্ণিমা হিসেবে পালন করে থাকেন।

দিনটি উপলক্ষে সকাল থেকে নানা ধরনের ফুল, ফল, মধু ও খাদ্যসামগ্রী নিয়ে বিহারে আসেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনের শুরুতে বিহারে দেশ জাতি সবার হিতসুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়। এরপর পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মূর্তি দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দানানুষ্টান করেন বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *