বড় ধরনের দুর্নীতিতে জড়িত ‘ক্ষমতাধর ব্যক্তিদের’ ধরতে সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই টাস্কফোর্স একই সঙ্গে ‘ক্ষমতাধর ব্যক্তিদের’ দুর্নীতির তদন্তও করবে।
এছাড়া এই টাস্কফোর্স চুরি করা সম্পদ উদ্ধার করে তা জাতীয় উন্নয়নে কাজে লাগাবে।
এতে বলা হয়, ভবিষ্যতে দুর্নীতির জন্য একটি ‘সতর্কবার্তাও’ হবে।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে এর গুরুত্ব তুলে ধরে জানানো হয়, শক্তিশালী এই টাস্কফোর্স ‘বড় দুর্নীতিবাজদের’ চুরি ঠেকাতে এবং চুরি হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা করবে। এটি অন্যদের জন্যও বার্তা দেবে যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগের সরকারের শাসনামলে প্রতিবছর প্রভাবশালী দুর্নীতিবাজরা কোনো শাস্তি ছাড়াই ১২-১৫ বিলিয়ন ডলারেরও বেশি সরকারি অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। দুর্বল তদন্তের কারণে তারা চুরি করা সম্পদ বিদেশে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে।
এ অবস্থার পরিবর্তনে ওই বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।