কেন আগে ইনিংস ঘোষণা করেনি বাংলাদেশ? 

টাইমস স্পোর্টস
2 Min Read
গলে ড্র'তে নিষ্পত্তি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকার প্রথম টেস্ট। ছবি: শ্রীলংকা ক্রিকেট

১৮৭ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করার সংবাদ সম্মেলনে নাঈম হাসান দলের পরিকল্পনা নিয়ে বলেছিলেন, ‘আসলে এটা কালকে দেখতে পারবেন। গেম নিয়ে আমাদের একটা প্ল্যান আছে। প্ল্যানটা ইনশাআল্লাহ কাল মাঠে দেখবেন।’ 

ম্যাচ জেতার জন্য যে পরিকল্পনাই থাকুক না কেন, সেই পরিকল্পনামাফিক বাংলাদেশ খেলতে পারেনি গল টেস্টের পঞ্চম দিনে। দিনের খেলার পাঁচ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেয় দুই দল। ৬ উইকেটে ২৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলংকাকে ৩৯ ওভারে ২৯৫ রান তাড়া করতে দেয় বাংলাদেশ। 

গলের পড়ন্ত বিকেলে ২০ ওভারের মধ্যেই মাত্র ৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারায় শ্রীলংকা। আরেকটু বেশি সময় পেলে গলের টার্নিং উইকেটে বাংলাদেশ হয়তো ফলাফল বের করে নিয়েও আসতে পারত। তবে সেটা হয়নি দুপুরের ঘণ্টা তিনেকের বৃষ্টিতে। সেখানেই দিনের খেলার এক তৃতীয়াংশ ভেসে গেছে। 

তবুও সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে প্রশ্ন গেল, ইনিংস ঘোষণা কি একটু দেরিতে হলো?। গল টেস্টে জোড়া সেঞ্চুরি করা শান্ত বললেন, লাঞ্চের মিনিটে ত্রিশেক আগে মুষলধারায় নামা বৃষ্টির জন্যই পরিকল্পনায় বদল আনতে হয়েছে তাদের। এই বৃষ্টির জন্য প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে খেলা। 

প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা শান্ত বলেন, ‘ হ্যাঁ, পরিকল্পনা ছিল আগে ইনিংস ঘোষণা করার। কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তখন পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হলো। এসব জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না।’

তৃতীয় সেশনের শেষ দিকে বল হাতে নিয়ে চমক দেখিয়েছেন দুই স্পিনার তাইজুল ও নাঈম হাসান। স্পিনারদের প্রশংসা করে ম্যাচ সেরা শান্ত বলেন, ‘যেভাবে তাইজুল ও নাঈম বল করেছে (ইনিংস ঘোষণার পর) খুবই ভালো। এই কন্ডিশনে প্রথম ইনিংসে নাঈম যেভাবে বল করেছে, অসাধারণ।’

আগামী ২৫ জুন কলম্বোতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *