এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: ফোকাস বাংলা
Highlights
  • জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষ সহায়তা ও সুবিধা নিশ্চিত করা হয়েছে।

সারা দেশে একযোগে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ২৯১টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ বছর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে। এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যেই বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটি জানিয়েছে, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর নজরদারির পাশাপাশি গুজব রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষ সহায়তা ও সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে অক্ষম, তাদের জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আহতের ধরন অনুযায়ী বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *