চলতি মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিইআরসি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এপ্রিল মাসে এ সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৫০ টাকা। চলতি বছর জানুয়ারি থেকে কয়েক দফায় ওঠা-নামার পর এবার তৃতীয় দফায় এলপিজির দাম কমান হলো।
পাশাপাশি মে মাসের জন্য ভ্যাটসহ অটোগ্যাসের দামও প্রতি লিটার ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা ৫৭ পয়সা। এপ্রিল মাসে এ দাম ছিল ৬৬ টাকা ৪১ পয়সা।
বিইআরসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর মে মাসের প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক মূল্য অনুযায়ী—প্রোপেন ৬১০ ডলার ও বিউটেন ৫৯০ ডলার ধরা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে গড় মূল্য দাঁড়ায় ৫৯৭ ডলার প্রতি মেট্রিক টন। এই ভিত্তিতে বেসরকারি খাতে আমদানি করা এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে।
গত বছর থেকে এ পর্যন্ত চারবার এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছে এবং সাতবার বাড়ানো হয়েছে। গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে দাম বৃদ্ধি পায়, আর এপ্রিল ও মে মাসে তা কমানো হয়।
নতুন এ মূল্যহার রাজধানীসহ সারা দেশে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। তবে সরকারি এলপিজি সিলিন্ডারের দাম এ পরিবর্তনের বাইরে রয়েছে।