ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনকে নিত্য নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। নির্বাচন এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘জীবনের ঝুঁকি থাকলেও কোনো অনিয়ম, দায়িত্বে গাফিলতি বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না।’
নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উল্লেখ করে তিনি বলেন, ‘সব বাধা অতিক্রম করে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’
বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন। এতে নির্বাচনের জন্য ২৪টি ধাপে কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানানো হয়।
এতে বলা হয়, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় নির্বাচন কমিশন। এছাড়া সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপ বসার পরিকল্পনার কথাও এতে বলা হয়। তবে ভোটগ্রহণ বা তফসিলের কোনো তারিখ নির্ধারণ করেনি ইসি।
এরই মধ্যে রোজার আগে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় একাধিকবার জানিয়েছে ইসি।