এবার ত্রাণের জাহাজ আটক করল ইসরায়েল

1 Min Read
গাজাগামী ত্রাণবাহী ‘ম্যাডলিন’ জাহাজ আটক করেছে ইসরায়েল। ছবি: আল-জাজিরা, এক্স

 

আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে গাজাগামী ত্রাণবাহী ‘ম্যাডলিন’ জাহাজ আটক করেছে ইসরায়েলি কমান্ডো বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটির ক্রুদের ইসরায়েলে নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম, আল জাজিরার লাইভ খবরে বলা হয়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পাঠানো ওই মানবিক সহায়তা বহনকারী জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল (প্রায় ১৮৫ কিমি) দূরে থাকাকালে একে থামিয়ে দেওয়া হয়। পরে জাহাজটিকে জব্দ করার পাশাপাশি এর আটক করা হয় ১২ জন ক্রু’কে।

এতে করে অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য সহায়তা পৌঁছানো বন্ধ হয়ে গেল।

গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় কঠোর অবরোধ জারি করে রেখেছে। পরে আন্তর্জাতিক চাপের মুখে গত মাসে অবরোধ শিথিল করা হলেও মানবিক পরিস্থিতি এখনও ভয়াবহ। এই যুদ্ধে ইসরায়েল এখন পর্যন্ত গাজায় ৫৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। ২০০৭ সাল থেকে তারা স্থল, নৌ ও আকাশপথে গাজা অবরুদ্ধ করে রেখেছে।

‘ম্যাডলিন’ জাহাজটি ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে।

এর এক মাস আগেই গাজাগামী আরেকটি সহায়তা জাহাজ ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়। আটক ১২ জন ক্রু’র মধ্যে সুপরিচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন বলে জানা গেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *