টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার থেকে আবারও চালু হলো রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ দিন সকাল থেকে চালু হয়েছে হাসপাতালের জরুরি বিভাগ। আর বহির্বিভাগের সেবা শুরু হচ্ছে বৃহস্পতিবার।
গত ২৯ মে হাসপাতালে চিকিৎসাধীন ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় চিকিৎসাসেবা। ওইদিন সকালে কর্মচারীরা কর্মবিরতিতে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। পরে দুপুরে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সম্পূর্ণ স্বাভাবিক হতে সময় লাগে বিকাল পর্যন্ত।
সে সময় নিরাপত্তার দাবিতে চিকিৎসক ও কর্মচারীরা মঙ্গলবার পর্যন্ত কর্মবিরতি পালন করেন। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর।
এই সেবাবিরতিতে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। জাতীয় চক্ষু হাসপাতালই দেশের প্রধান সরকারি চক্ষু চিকিৎসা কেন্দ্র।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর সাংবাদিকদের জানান, দুই পক্ষই অভিযোগ করেছে, তদন্তে যা পাওয়া যাবে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, একইসঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ চোখের চিকিৎসা প্রয়োজন কি না, তা নির্ধারণে গঠিত হয়েছে আরেকটি মেডিকেল বোর্ড। এতে সিএমএইচ, ইস্পাহানি ইসলামিয়া, ঢাকা মেডিকেল ও বাংলাদেশ মেডিকেলের চক্ষু বিশেষজ্ঞরা রয়েছেন।