রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উক্ত মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আজকের দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে দেশের সকল শিক্ষা বোর্ডের আওতাধীন আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সোমবার দুপুর ১টার কিছু পরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন এবং দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত হয়েছেন।
মর্মান্তিক এই ঘটনার পর আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।