সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। হজ শুরু হবে ৫ জুন থেকে।
বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ বা ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন কিংবা ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকেও তথ্য জানানো যাবে।
ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ৫ থেকে ১০ জুন পর্যন্ত থাকলেও, সরকার দুই দিন অফিস করার শর্তে ১০ দিনের টানা ছুটি দিয়েছে। ১১ ও ১২ জুন ছুটি ঘোষণার বিনিময়ে ১৭ ও ২৪ মে (শনিবার) অফিস খোলা ছিল। ফলে ঈদের আগের-পিছনের দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ কর্মজীবীরা পাবেন ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের বিশ্রামের সুযোগ।
চাঁদ দেখা গেলে বাংলাদেশে ৭ জুন ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।