‘আমি যে কাজ করেছি তা ইতিহাসে কখনো হয়নি’

টাইমস রিপোর্ট
2 Min Read
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করেছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে।

তিনি বলেন, ‘এমন আরও অনেক কাজ করা হয়েছে, যার ফল পরবর্তীতে পাওয়া যাবে।’

বুধবার বিকালে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে জারিকৃত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমরা প্রায়ই শুনি, আপনি কি করেছেন? শহীদের রক্তের ওপর আপনি এখানে বসেছেন? আমরা আপনাকে এখানে বসিয়েছি? আমি বলতে চাই, আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না, যে আমি যা করছি তা দেখতে পারবেন।’

‘আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি,’ যোগ করেন তিনি।

আইন উপদেষ্টা আরও বলেন, ‘এই মাধ্যমে অনেকের মামলা ছাড়া কম সময় ও কম খরচে বিরোধ সমাধান হচ্ছে। মামলার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার কার্যক্রমে অংশ নিতে হবে, পরে চাইলে মামলায় যেতে পারবেন।’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইনগত সহায়তা সম্প্রসারণ ও আরও গতিশীল করতে ইতোমধ্যে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। অধ্যাদেশের আওতায় পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়িভাড়া, অগ্রক্রয়, বণ্টন, যৌতুক ইত্যাদি বিষয়গুলো এখন থেকে মামলাপূর্ব মধ্যস্থতার আওতায় আনা হচ্ছে।

প্রথম ধাপে, এই বাধ্যতামূলক বিধান ১৮ সেপ্টেম্বর থেকে দেশের ১২ জেলায় কার্যকর হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে সিলেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *