অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন। শুক্রবার রাতে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন । শাশুড়ির মৃত্যুতে চিকিৎসকদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
ফেসবুক আইডিতে শাশুড়ির মৃত্যুর পর এক পোস্ট দেন ইমরান। তিনি লেখেন, ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর হলে হাসপাতালে যাবেন না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি লেখেন, ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্টে কারা কী করছে তা নিয়ে মাথা ঘামানোর আগে একবার হাসপাতালগুলোতে যান। দেখুন কী ভয়াবহ পরিস্থিতি সেখানে! সরকারি-বেসরকারি সবখানেই টাকার খেলা। সেবা কিংবা মানবিকতা কিছুই নেই।

জানা যায়, কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মাসুদা হক। মায়ের অসুস্থতার কারণে অর্ষা কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন। ব্যক্তি জীবনে নতুন সংসার শুরু করলেও এই সময়টাতে মাকে ঘিরেই ছিল তার সবকিছু।
একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন নাজিয়া হক অর্ষা। ছোট পর্দা, ওটিটি ও সিনেমায় সমানতালে কাজ করছেন তিনি। ২০২৪ সালের শুরুতে অভিনেতা ইমরানের সঙ্গে বিয়ে হয় তার।